ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ডিআরইউতে ক্রীড়া উৎসব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৯ মে ২০১৯
ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ডিআরইউতে ক্রীড়া উৎসব

ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব। রোববার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন।

ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ, ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে ডিআরইউ’র কার্য্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এবারের ক্রীড়া উৎসবে পুরুষদের ৯টি এবং নারীদের ৫টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
sportsmail24
উদ্বোধনী দিনে পুরুষ ও নারী সদস্যদের গোলক নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারী বিভাগে প্রথম হয়েছেন সমকাল পত্রিকার সাজিদা ইসলাম পারুল, ৭১ টিভির নাদিয়া শারমিন দ্বিতীয় এবং আরটিভির সুরাইয়া মুন্নী তৃতীয় স্থান লাভ করেন।

এছাড়া পুরুষদের বিভাগে বিডি নিউজের কামাল হোসেন তালুকদার দ্বিতীয় বারের মতো প্রথম স্থান পান। এছাড়া বাসসের কবির আহমেদ খান দ্বিতীয় এবং জাগো নিউজের সাঈদ শিপন তৃতীয় হয়েছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হকির বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজনে আগ্রহ বাংলাদেশ

হকির বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজনে আগ্রহ বাংলাদেশ

আফ্রিদি কন্যাদের আউটডোর স্পোর্টস নিষিদ্ধ

আফ্রিদি কন্যাদের আউটডোর স্পোর্টস নিষিদ্ধ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তারার মেলা বসবে ঢাকায়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তারার মেলা বসবে ঢাকায়

আশা জাগিয়েও পারলেন না তারা

আশা জাগিয়েও পারলেন না তারা