যুক্তরাজ্যের সংসদীয় সংসদীয় দলের সংসদ সদস্যদের সাথে একটি ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশের পথশিশুরা। বৃহস্পতিবার (৯ মে) যুক্তরাজ্যের সাংসদদের সঙ্গে একটি অনন্য ও মজার ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ পাবে তারা।
সংসদীয় ব্রিটিশ বাড়ির পাশে অবস্থিত মিলব্যাংকের ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ জন ছেলে এবং ৪ জন মেয়ে যারা ঢাকায় পথশিশু হিসেবে পরিচিত ছিল তাদের নিয়ে বাংলাদেশের দল গঠন করা হবে। বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমও সংসদ সদস্যদের সাথে খেলবেন।
ফ্রেন্ডস অব স্ট্রিট চিল্ড্রেনের চেয়ারপারসন, যিনি পথশিশুদের দলের সফরের আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি বলেন,
‘মজার ক্রিকেট খেলার সময় তাদের (পথশিশুদের) উদ্বেগের বিষয়ে সরাসরি শুনতে বাচ্চাদের সাথে দেখা করতে সংসদ সদস্যরা আসছে। আমি বিশেষভাবে খুশি যে, বাংলাদেশের হাইকমিশনার খেলাটির জন্য আম্পায়ার হতে রাজি হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ কিন্তু এখনও রাস্তায় শিশুরা বসবাস করছে। আমরা ক্রিকেট টুর্নামেন্টের সময় ঢাকা থেকে শিশুদের প্রতিভা দেখেছি। প্রতিটি দেশের জন্য এটি অগ্রাধিকার হওয়া উচিত।’