চীনের সাংহাইতে অনুষ্ঠেয় আরচ্যারি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। সাংহাইতে আগামী ৬ থেকে ১২ মে এ বিশ্ব আসর অনুষ্ঠিত হবে। আসরের স্টেজ-২তে অংশ নিতে আজ (শনিবার) রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল।
বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে পুরুষ ও নারী দল এ আসরে অংশ নেবে। ১০ সদস্যের বাংলাদেশ দলে সাতজন আরচ্যার ও তিনজন কর্মকর্তা রয়েছেন।
প্রতিযোগিতায় মোট ৪০ দেশ থেকে প্রায় ৩০০ আরচার অংশগ্রহণ করছেন। আগামী জুনে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই এ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
২০১৮ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্বকাপ স্টেজ ৪-এ প্রথমবার অংশ নেন বাংলাদেশের আরচ্যাররা। সেই আয়োজনে বাংলাদেশের অন্যতম সেরা আরচ্যার রুমান সানা রিকার্ভ পুরুষ এককে ৩৮ জনের মধ্যে ১৭তম হয়েছিলেন।
এ ছাড়া কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগও বাংলাদেশ ৮ম স্থান অর্জন করেছিল। এবারও এই দুটি ইভেন্টেই বাংলাদেশ ভালো করার আশা করছে।
স্টেজ-২ প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ ইভেন্টে অংশ নিচ্ছেন- রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. ইমদাদুল হক মিলন ও রিকার্ভ মহিলা ইভেন্টে একমাত্র আরচ্যার হিসেবে অংশ নিচ্ছেন বিউটি রায়।
এ ছাড়া কম্পাউন্ড পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগে অংশ নিচ্ছেন- যথাক্রমে অসীম কুমার দাস ও সুস্মিতা বনিক।