ভারত-পাকিস্তানের সীমানা নিয়ে যুদ্ধবস্থা লেগেই আছে। এবার সীমানা পেরিয়ে সেই যুদ্ধ লাগলো ক্রিকেটে। দু’দেশের দুই সাবেক ক্রিকেটার টুইট বার্তায় এ বাগ-যুদ্ধ শুরু করেছেন।
ক্রিকেট থেকে অবসর নিয়ে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। তার আত্মজীবনী প্রকাশের পর একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে। এবার সেই বিতর্কে জড়ালেন ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
আফ্রিদি তার আত্মজীবনীতে গৌতম গম্ভীরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন। সেই মন্তব্যে জবাব দিয়েছেন গম্ভীর।
গৌতম গম্ভীর নিজের টুইটার অ্যাকাউন্টে আফ্রিদিকে উল্লেখ করে লিখেছেন, ‘শহীদ একজন আজব মানুষ। তবে এখনও ভারত পাকিস্তানিদের মেডিকেল ভিসা দেয়। আমি ব্যক্তিগতভাবে শহীদ আফ্রিদিকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাব।’
গম্ভীরের এমন আক্রমণাত্মক টুইট বার্তার কারণও রয়েছে। আত্মজীবনীতে আফ্রিদি বলেছেন, ‘কিছু রেষারেষী ব্যক্তিগত, কিছু পেশাগত। প্রথমটা গম্ভীরকে নিয়ে। গম্ভীর এমন একজন ক্রিকেটার, যাকে বড় জোড় ক্রিকেটের একটা চরিত্র বলা যাতে পারে। এমন একজন, যার কোনও বিরাট রেকর্ড নেই কিন্তু প্রচণ্ড ঔদ্ধত্য আছে।’
আফ্রিদি এমন লেখার পরও চটেছেন গম্ভীর। গম্ভীর তার কেরিয়ারে ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে এবং ৩৭টি টেস্ট খেলেছেন। সব ফরমেট মিলিয়ে গম্ভীরের রান ১০ হাজারের উপরে।
এদিকে সাবেক এই ক্রিকেটার বর্তমানে দেশের লোকসভার নির্বাচন নিয়ে ব্যস্ত। দিল্লির একটি আসনে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।