‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ’ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশের ৮ পথশিশু। বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করে তারা। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে আগামী ৩ মে খেলবে বাংলাদেশ।
ভারত থেকে শুভেচ্ছা দূত হিসেবে সেখানে থাকছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এছাড়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা এবং ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার।
সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে দেখা হবে স্বপ্না-রুবেলদের। তবে শুধু তাদের দেখেই ফিরে আসতে চায় না তারা। বিশ্ব জয়ের আকাঙ্ক্ষা তাদের মনে।
বিমান ধরার আগে তারা জানান, ‘আমরা সুবিধাবঞ্চিত শিশুরা যে পিছিয়ে নেই, ওখানে সেটা প্রমাণ করতে চাই। সবাইকে তাক লাগিয়ে বিশ্ব জয় করতে চাই।’
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, মরিশাস ও নেপালসহ মোট ৯ দেশের ১০টি দল খেলবে সিক্স এ সাইডের এ আন্তর্জাতিক প্রতিযোগিতায়। বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও আন্তর্জাতিক কংগ্রেস ও আর্ট ফেস্টিভ্যালে অংশ নেবে। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিশেষ আমন্ত্রণে তারা যোগ দেবে হাউজ অফ কমন্সের বিশেষ ডিনারে এবং সংসদ সদস্যদের সঙ্গে খেলবে একটি প্রীতি ম্যাচ।