শ্রীলংকায় নৃশংস হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রোববার এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি টুইটারে টুইট করেন।
মুশফিক তার বার্তায় লিখেন, ‘‘এটি একটি হাস্যকর ব্যাপার। আর কখনও এমন সংবাদ শুনতে চাই না। গভীর সমবেদনা জানাচ্ছি আক্রান্ত ব্যাক্তি ও তাদের পরিবারের প্রতি। পৃথিবীর কোথাও কি এখন নিরাপদ?”
প্রসঙ্গত, শ্রীলংকার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা দেড় শতাধিক বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। নিহতের মধ্যে অন্তত ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন।
This is just ridiculous...Doesn’t want to hear this kind of news anymore...my deepest sympathy to all the people and family...is there any place in the world is safe ??? pic.twitter.com/Z3ed056GLu
— Mushfiqur Rahim (@mushfiqur15) April 21, 2019
রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির ক্যাথলিক গির্জায় তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কলম্বোর মূল কেন্দ্রে অবস্থিত তিনটি বিলাসবহুল হোটেল সিন্নামন গ্রান্ড, কিংসবুরি ও শ্যাংরি লা হোটের তিনটি বিস্ফোরণ ঘটে।
তবে হামলার ধরন নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার ধারনা পাওয়া যায়নি। প্রথম বিস্ফোরণটি ঘটে রাজধানীর একটি গির্জায়। প্রায় আধঘণ্টা পরে পরবর্তী হামলাগুলো ঘটে।
কলম্বোর জাতীয় হাসপাতালের পরিচালকের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এছাড়াও তিন শতাধিক লোক এ বিস্ফোরণে আহত হয়েছেন।