স্পেশাল অলিম্পিক বাংলাদেশকে দুই কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অর্থ প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে স্পেশাল অলিম্পিকের চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী ও উপদেষ্টা, বিজিএমইএ’র সভাপতি রুবানা হকের নিকট দুই কোটি টাকার চেক হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়া। সমাজকল্যাণমন্ত্রী চেক প্রদানকালে বলেন, এ বছর মার্চে স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ ২২টি স্বর্ণপদক জয়লাভ করেছে, যা আমাদের সকলকে গৌরবান্বিত করেছে।
নুরুজ্জামান আহমেদ বলেন, স্পেশাল অলিম্পিকে অংশ নেয়া শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা যেভাবে দক্ষতার পরিচয় দিয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে উজ্জ্বলভাবে তুলে ধরেছে তা এক কথায় অসাধারণ। তাদের প্রশিক্ষণের জন্য আরও কিছু আর্থিক সহায়তা প্রদান করা গেলে আমাদের এই প্রতিবন্ধীরা আরও বেশি সাফল্য বয়ে নিয়ে আসতে পারবেন।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সব ধরনের সহায়তা করে থাকে। স্পেশাল অলিম্পিক বাংলাদেশকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদান দিতে পেরে আমরা আনন্দিত।