বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপানায় এবং প্রাণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুরু হচ্ছে ‘হুররে ওয়েফর স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট ২০১৯’।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে ১২টি করে মোট ২৪টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের হ্যান্ডবল ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাসুমা শামিম শীলা, সম্পাদক লাজুল করিম কস্তুরী এবং পৃষ্ঠপোষক প্রান আরএফএল এর উপ-ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক এসময় উপস্থিত ছিলেন।
আগামী ৬ এপ্রিল ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে ৫ দিনব্যাপী এ টুর্নামেন্টের।