রাঙ্গামাটিতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রোববার উপজেলা সদরের রাঙ্গাপানি এলাকার মোনঘর উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণটি গত ২৩ ফেব্রুয়ারী শুরু হয়ে ২০ মার্চ শেষ হয়। এতে ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রশিক্ষণটি পরিচালনা করেন মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ বিকাশ চাকমা।
পরে রোববার বিকালে মোনঘর উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জার্সি সেট ও সনদ বিতরণ করা হয়।
সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক আহবায়ক ত্রিদীব কান্তি দাশ। এছাড়া রাঙ্গামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি