‘নারীর সম-অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে’ নেত্রকোনা জেলায় বাংলা হোপ সংস্থার আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা এসডিএস-এর সৌজন্যে জমকালো প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জেলার কলমাকান্দা উপজেলাধীন ল্যাঙ্গুড়া ইউনিয়নের সাত শহীদের মাজারের গ্রাম ফুলবাড়ীর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ১২টি দল অংশগ্রহণ করে। শিরোপা লড়াইয়ের চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে তারানগর একাদশ বনাম কাঁঠালবাড়ী একাদশ। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি এ খেলা অনুষ্ঠিত হয়। এ সশয় দর্শকরা করতালির মাধ্যমে খেলোয়াড়দের উজ্জিবিত করেন।
খেলায় মনকাড়া ফুটবল নৈপুন্য প্রদর্শন করে তারানগর একাদশ ৯-০ গোলে শক্তিশালী কাঁঠালবাড়ী একাদশকে পরাজিত করে। ফাইনাল খেলায় হ্যাট্রিক গোল করেন অভিজ্ঞ ও প্রশিক্ষিত খেলোয়ার শামসুন্নাহার ও আমেনা। এছাড়া ১টি করেন গোল করেন শাবানা, অ্যানি ও রোজিনা। টুর্নামেন্ট সেরা খেলোয়ার পুরস্কার পান শাবানা জাম্বিল।
উদ্বোধন ও ফাইনাল খেলায় পুরস্কার প্রদান করেন জাতীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস নেত্রকোনা-১ এবং সভাপতিত্ব করেন এসডিএস-এর পরিচালক (নর্থ বাংলাদেশ অঞ্চল) মি. দীলিপ হাগিদক। এ সময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।