মানবতায় এগিয়ে আসার আহবান মাশরাফির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৮ মার্চ ২০১৯
মানবতায় এগিয়ে আসার আহবান মাশরাফির

ফাইল ছবি

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আহতদের রাজধানীর কুমিটোলা এবং ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। আহতদের রক্তদিতে আহ্বান জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি আহতদের পাশে দাঁড়িয়েছেন। তার ভক্ত ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে লেখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে এবং ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন। উদ্ধারে কাজ করছেন বিমান-নৌ বাহিনীর সদস্যরাও। ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার।

এদিকে বনানীর ঘটনায় অন্য ক্রিকেটাররাও শোক জানিয়েছেন।

জাতীয় দলের পেসার রুবেল লেখেন, ঢাকা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে লজ্জায় ফেলে সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার

পাকিস্তানকে লজ্জায় ফেলে সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার

দুই ম্যাচে দুই গাড়ি, গ্যারাজ বড় করতে হবে আন্দ্রে রাসেলের

দুই ম্যাচে দুই গাড়ি, গ্যারাজ বড় করতে হবে আন্দ্রে রাসেলের

সুযোগ পেয়েও আউট করলেন না রাসেল!

সুযোগ পেয়েও আউট করলেন না রাসেল!

প্রাইম দোলেশ্বরের হ্যাটট্রিক জয়

প্রাইম দোলেশ্বরের হ্যাটট্রিক জয়