এশিয়া কাপ আরচারির ফাইনালে বাংলাদেশের রোমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৮ মার্চ ২০১৯
এশিয়া কাপ আরচারির ফাইনালে বাংলাদেশের রোমান

থাইল্যান্ডেরের ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ ফাইনালে উঠেছেন বাংলাদেশের রোমান সানা। বৃহস্পতিবার সেমিফাইনালে রোমান স্বাগতিক আরচার থামউং উইথ্যায়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে উঠেছেন স্বর্ণজয়ের মঞ্চে।

রিকার্ভ পুরুষ এককে রোমান সেমিফাইনালে উঠেছিলেন রাশিয়ার সাইবেকদরজিয়েভ বেয়ারকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে। এর আগে রোমান মিয়ানমারের নে লিন ও কে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে।

শেষ ষোলোতে রোমান সানার প্রতিপক্ষ ছিলেস ভারতের সুত্রধর স্বকীর্তি। তাকে রোমান হারিয়েছিলেন ৬-০ সেট পয়েন্টে।

শুক্রবার স্বর্ণের লড়াইয়ে রোমান সানা প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজাখস্তানের আবদুললিন ইলফাতের। ফাইনাল শুরু স্থানীয় সময় বিকেলে ৪.৪০ মিনিটে।

সানার কোচ মার্টিন ফ্রেডরিখ বলেন, রোমান সানা দুর্দান্ত খেলেছে। তার পারফরম্যান্সে আমি খুব খুশি। এই ধারা বজায় রেখে শেষ পর্যন্ত খেলতে পারাটাই হলো চ্যালেঞ্জিং। এখানে সহজ-কঠিন হিসাব করার কোনো সুযোগ নেই। লড়াইটা নিজের সঙ্গে, নিজের সেরাটা শেষ পর্যন্ত ধরে রেখে খেলা।



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাধীনতা দিবসে মেসির বার্সেলোনার শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে মেসির বার্সেলোনার শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে স্প্যানিশ লিগ লা লিগার শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে স্প্যানিশ লিগ লা লিগার শুভেচ্ছা

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে যাচ্ছেন তীরন্দাজরা

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে যাচ্ছেন তীরন্দাজরা

মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা

মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা