আবারও শুরু হয়েছে কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৮-এ ভোট দিয়ে আপনিও নির্বাচন করতে পারবেন আপনার প্রিয় খেলোয়াড়।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুরস্কার শুরু হয়েছিল ১৯৬৪ সালে। গত কয়েক বছর ধরে বিএসপিএ অ্যাওয়ার্ডের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে ‘কুল বিএসপিএ অ্যাওয়ার্ড’।
এবারও থাকছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড, যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেওয়া হবে সেরা ক্রীড়াবিদকে। ভোটের তালিকায় রাখা হয়েছেন- টাইগার ওপেনার তামিম ইকবাল, টাইগারদের উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম, শুটার আবদুল্লাহ হেল বাকি এবং আইসিসির বর্ষসেরা স্মারক পাওয়া বাংলাদেশের জনপ্রিয় নারী ক্রিকেটার রুমানা আহমেদ।
ভোটিং চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ পাবেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড। এছাড়া ভোটদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। সৌভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড সরাসরি দেখার সুযোগ বা কুলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার।
একজন ভোটার যতখুশি তার পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন। bspa.com.bd -এ সাইট ভিজিট করে ভোট দিতে হবে।