গত মঙ্গলবার (১৯ মার্চ) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সম্পন্ন হয় ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার। এবার জাতীয় দলের একসময়ের স্পিনার এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার মোশাররফের বায়োপসি রিপোর্টও দিলো সুখবর।
জানা গেছে, বায়োপসি রিপোর্টে নেতিবাচক কিছু আসেনি। অর্থাৎ, ব্রেইন টিউমারে ক্যান্সারের কোনো জার্ম নেই। বর্তমানে শঙ্কামুক্ত রুবেল। মোশাররফ রুবেলের ব্রেনে মিডল গ্রেড টিউমার ছিলো। তাই কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটোই দিতে হবে তাকে।
শনিবার (৩০ মার্চ) সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন রুবেল। এক মাস পর থেকে শুরু হবে কেমো ও রেডিওথেরাপি। এ চিকিৎসার জন্যও পরবর্তীতে আবারও সিঙ্গাপুর যাবেন রুবেল।
১৪ মার্চ, বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন রুবেল।
রুবেলের ক্রিকেট ক্যারিয়ার বেশ লম্বা। সেই ২০০০-০১ থেকে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেক হয় ২০০৮ সালে। একটু দেরিতেই স্বপ্নের দরজায় পা পড়েছিল বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা এই ক্রিকেটারের। সর্বশেষ বিপিএলে একটি ম্যাচ খেলা রুবেল ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এ ছাড়া লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি।