মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৬ মার্চ ২০১৯
মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা

আজ মঙ্গলবার বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা দিবস। এই জাতীয় দিবসে ক্রিকেটারও মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত করে বার্তা দিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের প্রতি ভালোবাসা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সাথে সাথে নিজেদের কাজটাও সঠিকভাবে করার কথা মনে করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব লিখেছেন, ‘স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে। যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা তাদের প্রতি আজন্ম ঋণী থাকবো। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

মাহমুদউল্লাহ রিয়াদ ১৯৭১ সালে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের তরে শ্রদ্ধা।’

পেসার তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকার করেছেন বার্তায় মুক্তিযুদ্ধের শহীদদের কখনো ভোলা যাবে না। তিনি লিখেছেন, ‘এটা আমাকে গর্বিত করে যে আমি এই মহান দেশের নাগরিক। আমাদের দেশের জন্য যারা জীবন দেয়া বীরদেরকে কখনো ভোলা যাবে না। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

ওপেনার আনামুল হক বিজয় বাংলাদেশি হিসেবে নিজেকে গর্বিত মনে করেন জানিয়ে বার্তা দিয়েছেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি।’



শেয়ার করুন :