এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে যাচ্ছেন তীরন্দাজরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ পিএম, ২৩ মার্চ ২০১৯
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে যাচ্ছেন তীরন্দাজরা

ফাইল ছবি

ব্যাংককে অনুষ্ঠিতব্য ২০১৯ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে ( স্টেজ-১) অংশ নিতে আগামীকাল (রোববার) ঢাকা ছাড়বে বাংলাদেশ আরচারি দল। ২৫-৩০ মার্চ অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে বাংলাদেশের ১২ (ছয় জন করে পুরুষ ও মহিলা) আরচারি দল অংশ নেবে।

দলনেতা, কোচ ও অফিসিয়াল সহ বাংলাদেশের বহর হবে ১৭ সদস্যের। র‌্যাংকিং ও এলিমিনেশন পদ্ধতির আসরে রিকার্ভে ৭০ মিটার ও কম্পাউন্ডে ৫০ মিটার দূরত্বে লক্ষভেদ করতে হবে আরচ্যারদের।

প্রতিযোগিতা উপলক্ষে আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থপন করেন বাংলাদেশ আরচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব জনাব আশাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি মো. আনিসুর রহমান দিপু, জাতীয় দলের কোচ মার্টিন ফ্রেডরিক, ফেডারেশনের মিডিয়া কমিটির প্রধান রফিকুল ইসলাম টিপু এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের আরচাররা।

২০০৭ সাল থেকে বাংলাদেশের আরচাররা এশিয়ান গ্রান্ড প্রিক্স ও এশিয়া কাপে অংশ নিয়ে দু’টি স্বর্ণ এবং আটটি করে রৌপ্য ও তা¤্রপদক জয় করেছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

গৌতম গম্ভীরের বিজেপিতে যোগদান

গৌতম গম্ভীরের বিজেপিতে যোগদান

মামাতো বোনের সাথেই নতুন জীবন শুরু করলেন মোস্তাফিজ

মামাতো বোনের সাথেই নতুন জীবন শুরু করলেন মোস্তাফিজ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ‘ওভাই’

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ‘ওভাই’

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৬ স্বর্ণ পদক

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৬ স্বর্ণ পদক