শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মরহুম জাহিদ-মাসুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সুপার স্টার কে ২-০ গোলে হারিয়েছে গড়কান্দা একাদশ। শুক্রবার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়ে গড়কান্দা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে দুদলের মাঝে আক্রমণ পাল্টা আক্রমণ লক্ষ্য করা যায়। তবে গড়কান্দা একাদশের রশিদ প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর থেকে সুপার স্টার গোলের জন্য মরিয়া হয়ে পড়ে।
কিন্তু ফের গোল পায় গড়কান্দা একাদশ। দলের দ্বিতীয় গোলটি করেন অমিত। ফলে ০-২ গোলে এগিয়ে যায় গড়কান্দা। এ জয়ে গড়াকন্দা টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
এর আগে গত বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আমবাগান বিকাশ কেন্দ্রকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে অগ্নিগিরি সংঘ।
প্রসঙ্গত, ২০১৮ সালে নালিতাবাড়ীর ফুটবলার জাহিদ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি আমবাগান বিকাশ কেন্দ্র, অগ্নিগিরি সংঘ, নবরূপিসহ পৌরসভার বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন।
অপরাদিকে, আরেক খেলোয়াড় মাহেরুল ইসলাম মাসুম গত বছরের ৫ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নালিতাবাড়ী-নকলা রোডের নয়ানিকান্দা এলাকায় তিনি এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।