স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৬ স্বর্ণ পদক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ পিএম, ১৯ মার্চ ২০১৯
স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৬ স্বর্ণ পদক

সংযুক্ত আরব আমিরাতে চলমান স্পেশাল অলিম্পিকস্ ওয়ার্ল্ড গেমসে নিজেদের সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত ১৬টি স্বর্ণসহ মোট ২৫টি পদক জয় করেছে বাংলাদেশ।

বিশ্বের ১৯০টি দেশের সাত হাজার অ্যাথলেটের অংশগ্রহণের এ প্রতিযোগিতায় এখন পর্যন্ত বাংলাদেশ ১১টি ইভেন্টে অংশ নিয়েছে। এর মধ্য ১৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক জয় করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা।

গত ১৪ মার্চ আবুধাবিতে এক জমকালো উদ্বোধনের পর ১৫ তারিখ থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে এ আয়োজনের সমাপনী।

গত ৮ মার্চ (শুক্রবার) স্পেশাল অলিম্পিকস্ ওয়ার্ল্ড গেমসে অংশ নিতে ১৩৯ জন বাংলাদেশি ক্রীড়াবিদ ও কোচ দেশ ত্যাগ করেন। বাংলাদেশি ক্রীড়াবিদরা মোট ৯টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবেন।

ডিসিপ্লিনগুলো হলো- অ্যাথলেটিক্স, সুইমিং, ব্যাডমিন্টন, ফুটবল, বোচি, বাস্কেটবল, হ্যান্ডবল, টেবিল টেনিস ও ভলিবল। এর মধ্যে ফুটবল ও হ্যান্ডবলে পুরুষ ও নারী দু’ইভেন্টেই অংশ নেবেন লাল সবুজের ক্রীড়াবিদরা।

আয়োজন শেষে আগামী ২২ মার্চ ১৩৯ সদস্যের বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে স্পেশাল অলিম্পিক গেমসে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। এছাড়া আঞ্চলিক পর্যায়েও অংশ নিচ্ছে তারা।

প্রতি গেমস থেকেই পদক আনছেন লাল সবুজের বুদ্ধিপ্রতিবন্ধীরা। সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বোচি, টেবিল টেনিস, ভলিবল ও পুরুষ ফুটবলে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ। এবার আবুধাবিতে ওই ডিসিপ্লিন ছাড়াও বাংলাদেশ প্রথবারের মতো অংশ নিচ্ছে হ্যান্ডবল, নারী ফুটবল ও বাস্কেটবলে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

স্পেশাল অলিম্পিক খেলতে যাবে বাংলাদেশের ১৩৯ ক্রীড়াবিদ

স্পেশাল অলিম্পিক খেলতে যাবে বাংলাদেশের ১৩৯ ক্রীড়াবিদ

মধুপুরের দুই ‘প্রতিবন্ধী’ স্পেশাল অলিম্পিকে

মধুপুরের দুই ‘প্রতিবন্ধী’ স্পেশাল অলিম্পিকে

তাজমহল পরিদর্শনে সপরিবারে মাশরাফি

তাজমহল পরিদর্শনে সপরিবারে মাশরাফি

বিদেশে ক্রিকেট দল পাঠানোর আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

বিদেশে ক্রিকেট দল পাঠানোর আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী