নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় সন্ত্রাসী হামলা হয়। এছাড়া আশে পাশের আরও দু’টি মসজিদেও সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার পর হতাশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাচিনডা আরডেন।
এক বার্তায় তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের একটি অন্ধকারতম দিন।’
ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ইতোমধ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট বাতিল ঘোষনা করা হয়েছে।
আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে হ্যাগলি ওভালের পাশের একটি মসজিদে সন্ত্রাসীরা গুলি বর্ষন করে। পরের আশে পাশে আরও দু’টি মসজিদেও গুলি বর্ষন করে সন্ত্রাসীরা।
অনুশীলন শেষ করে ঐ মসজিদে জুমার নামাজ আদায়ে যান বাংলাদেশের খেলোয়াড়রা। কিন্তু স্থানীয়দের কাছ থেকে সন্ত্রাসী হামলার কথা শুনে আতঙ্কিত হয়ে স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা।
প্রত্যক্ষদর্শী ও নিউজিল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম জানায়, ‘স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসলিদের লক্ষ্য করে গুলি করে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়।’
#Christchurch latest:
— Bloomberg (@business) March 15, 2019
- Shooting in at least one mosque
- Police confirm "multiple fatalities"
- Residents urged to stay indoors
- NZ PM Jacinda Ardern says it's "an extraordinary and unprecedented act of violence"https://t.co/P6RIOtikVT pic.twitter.com/UGEIYqeCCg