স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা গেছে। অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যেমে একটি ভিডিও প্রকাশ হয়, সেখানে দেখা যাচ্ছে হামলাকারী নিজেই ভিডিও করেন এবং গুলি চালান। হামালাকারী মসজিদের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা কাউকে গুলি করেননি। তিনি প্রথমে মসজিদে প্রবেশ করেন এবং সামনে যাকে পেয়েছেন তাকেই গুলি করেছেন। এসময় মসজিদের ভেতরে মুসল্লিদের পড়ে থাকতে দেয়া যায়।
এদিকে, জুমার নামাজ আদায় করতে সেই মসজিদে যাচ্ছিলেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। মসজিদে ঢোকার ঠিক আগমুহূর্তে অজ্ঞাত এক নারী এসে তামিমদের সতর্ক করে জানান যে, ‘মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না।’ এরপরই দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন।
সেখানে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তারা আরও জানান, ওই মহিলার সতর্কবার্তা শুনে দ্রুত টিম বাসে ওঠে পড়েন বাংলাদেশ দলের খেলোয়াড়রা এবং শুয়ে পড়েন।
It was insane. I’m really grateful for still alive man. This is crack man, not nz at all! pic.twitter.com/ifkVQQZWIR
— Nazrul Ashraf (@nzrlashrf) March 15, 2019