পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ আমিরের মা ইন্তেকাল করেছেন। আমির টুইটারে একটি টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজের মায়ের মৃত্যুর খবর জানিয়ে মঙ্গলবার টুইটারে একটি বার্তা দিয়েছেন আমির। যেখানে লেখা রয়েছে, ‘আমার মা আর নেই।’ সোমবার দিবাগত রাতে করাচির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা।
My AMI IS NO MORE
— Mohammad Amir (@iamamirofficial) March 4, 2019
পাকিস্তান সুপার লিগের খেলা নিয়ে দুবাইতে ব্যস্ত ছিলেন আমির। সেখান থেকেই পান মায়ের অসুস্থতার খবর। সঙ্গে সঙ্গে চলে আসেন দেশে। মায়ের শেষ সময়টা পাশে থাকতে পারলেও মাকে হারানোর বেদনায় শোকাহত আমির।
আমিরের মায়ের মৃত্যুতে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন। অধিনায়ক সরফরাজ খান টুইটারে লিখেছেন, ‘দোয়া করি আল্লাহ যেন তোমার মা কে জান্নাত নসিব করে।’
আফগান স্পিনার রশিদ খান লিখেন,‘ আল্লাহ আপনার মা কে জান্নাত নসিব করেন। দোয়া করি যেন আপনি ও আপনার পরিবার এর কষ্ট সহ্য করতে পারেন।’
চলতি পিএসএলে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন আমির। প্রথম ম্যাচেই নিয়েছিলেন ২৫ রানে ৪ উইকেট। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তিনি আর খেলবেন কি-না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।