বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন সংবাদের পরিবর্তে খেলা ও বিনোদন-সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচার করবে। রোববার (৩ মার্চ) চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ শুধু জেনারেল ইন্টারটেইনমেন্ট এবং স্পোর্টস সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী ২৮ মার্চ থেকে চ্যানেল নাইনে খবর সম্প্রচারসহ বার্তা বিভাগে সকল কার্যক্রম বন্ধ থাকবে।
বিপিএলসহ বাংলাদেশর ক্রিকেট সিরিজ থেকে শুরু করে বিভিন্ন খেলা সম্প্রচার করে আসছে এই চ্যানেল নাইন। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিরিজও সরাসরি সম্প্রচার করছে টেলিভিশনটি।