হৃদরোগে আক্রান্ত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
রোববার (৩ মার্চ) রাত ৯টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে যান মাশরাফি। পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন দলের সাধারণ সম্পাদকের খোঁজ-খবর নেন।
এর আগে রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয় ওবায়দুল কাদেরকে। পরে তার হৃদয়ে তিনটি ব্লক ধরা পড়ে। তার অবস্থা আরও অবনতি হলে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নেয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ওবায়দুল কাদেরের অসুস্থার খবরে হাসপাতালে তাকে দেখে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাকে দেখতে যান।
বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান জানিয়েছেন, রোববার সকালের চেয়ে বর্তমানে (রাতে) ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। এর আগে ১১ নভেম্বর ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাশরাফি।