ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব যখন চরম পর্যয়ে এমন মুহূর্তে ভারতকে নিয়ে কথার বোমা ফাটালেন পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদি। ভারত হিস্টিরিয়া রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আফ্রিদি।
আফ্রিদি টুইটারে একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেন, ‘পাকিস্তানি সেনাদের জন্য গর্ববোধ করি। শত্রুদেরকেও এভাবেই আমরা আপ্যায়ন করে থাকি। ভারত যে যুদ্ধের হিস্টরিয়ায় আক্রান্ত হয়েছে, সেটার এখন শেষ হওয়া দরকার। আমরা শান্তিপ্রিয় জাতি। এই সমস্যার একমাত্র সমাধান আলোচনা- যা আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেছেন।’
আফ্রিদির এমন টুইটের পর সেখানে দেখা গেছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত করতে। টুইটেও লক্ষ্য করা গেছে পাকিস্তান ও ভারতের জনগণের কমেন্ট যুদ্ধ। সেখানে দুদেশের মানুষের একে অপরকে দোষারোধ করছেন।
Proud of Pakistan Armed Forces @OfficialDGISPR. This is how we treat our enemies even. The War Hysteria started by India must end now. We are a peace loving nation & the only solution to this is joint dialogue as suggested in speech by our PM @ImranKhanPTI#PakistanZindabad pic.twitter.com/28ikB2457Z
— Shahid Afridi (@SAfridiOfficial) February 27, 2019
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সাম্প্রতিক জঙ্গি হামলার জের ধরে প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে টানটান উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতরে ঢুকে ভারত বিমান হামলা চালায় বলে দাবি করে।
২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তান বলেছে, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) বিমান হামলা চালিয়েছে তারা। কাশ্মীরের আকাশে ভারতের বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত ও এর দুই চালককে আটক করারও দাবি করেছে তারা।
ভারত তার উত্তরের আকাশসীমার অংশবিশেষ বন্ধ করে দিয়েছে। আটক পাইলটের ভিডিও প্রকাশ করেছে পকিস্তান। প্রথমে অস্বীকার করলেও পরে ভারত ওই পাইলটকে ফেরত চেয়েছে।