ক্রিকেট হিসেবে যেমন দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন ঠিক তেমনি রাজনীতিবিদ হিসেবেও যে ভালো করবেন তারই প্রমাণ দিলেন মাশরাফি বিন মুর্তজা। বুধবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য সবাইকে অনুরোধ জানিয়ে বার্তা দেন।
মাশরাফি বলেন, নড়াইলে আমার অনেক স্বজন ও বন্ধু আছে। এখন নতুন করে আরও অনেক স্বজন ও বন্ধুর পরিচয় মিলতে পারে। তাই আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো প্রকার প্রতারণা করে, কোনো সুবিধা আদায়ের চেষ্টা করে তা হলে আমাকে অবহিত করার জন্য মিডিয়াসহ সবার প্রতি অনুরোধ রইল।
এছাড়া, তিনি নড়াইলকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে, মাদকমুক্ত করতে এবং নড়াইলের উন্নয়ন করতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সমন্বয়সভায় পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয়লাভ করেন। নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে ২ লক্ষ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট।