দুই স্বর্ণ জয়ে রানার্সআপ বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
দুই স্বর্ণ জয়ে রানার্সআপ বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

তৃতীয় আইএসএস আন্তর্জাতিক সলিডারিটি বিশ্ব র‌্যাংকিং আরচ্যারিতে দু’টি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক লাভ করেছে বাংলাদেশ। আর এ অর্জনে রানার্সআপ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। অপরদিকে চারটি স্বর্ণ এবং তিনটি করে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আসরের শেষ দিনে ১০টি স্বর্ণ পদকের মীমাংসা হয়। কম্পাউন্ড মহিলা দলগতে বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বণিক, শ্যামলি রায় ১৩০-১২৫ স্কোরে ভারতের প্রগতি, পাওয়ার ইশা কেতন ও সঞ্চিতা তিওয়ারিকে হারিয়ে স্বর্ণপদক জেতেন।

এছাড়া রিকার্ভ নারী এককে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬-৪ সেট পয়েন্টে ইরানের শোযামেহের শিভাকে হারিয়ে স্বর্ণ জেতেন। তবে কম্পাউন্ড পুরুষ দলগতে ভারত ২৩১-২২৮ স্কোরে বাংলাদেশকে, রিকার্ভ পুরুষ দলগতে ভারত ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে স্বর্ণ জিতে নেয়। রিকার্ভ পুরুষ এককে থাইল্যান্ডের থেপনা দেনচাই ৬-২ সেট পয়েন্টে বাংলাদেশের রুমান সানাকে হারিয়ে স্বর্ণ জেতেন।

অন্যদিকে কম্পাউন্ড মিশ্র দলগতে জার্মানি ১৫৬-১৫৩ স্কোরে ভারতকে, কম্পাউন্ড মহিলা এককে ভারতের প্রগতি জার্মানির হাইগেনাহস ক্রিস্টিনাকে, কম্পাউন্ড পুরুষ এককে চাইনিজ তাইপের শেন চেইচ লুন ১৪৬-১৪৫ স্কোরে জার্মানির লউবে মারকাসেকে হারিয়ে সোনা জেতেন। রিকার্ভ মহিলা দলগতে ইরান ৫-৩ সেট পয়েন্টে ভারতকে এবং রিকার্ভ মিশ্র দলগতে ভারত ৬-০ সেট পয়েন্টে ইরানকে হারিয়ে স্বর্ণপদক জেতে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বস্ত্র ও পাটমন্ত্রী মো. গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি। এ সময় ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ এসএম আলগার্নাস, কোষাধক্ষ্য বিনদাল্লাক আবদুল্লাজিজ সাদ এ, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

নারীদের হাত ধরে আরচারিতে প্রথম স্বর্ণ পেল বাংলাদেশ

নারীদের হাত ধরে আরচারিতে প্রথম স্বর্ণ পেল বাংলাদেশ

আরচারির পাঁচ ইভেন্টেরই ফাইনালে বাংলাদেশ

আরচারির পাঁচ ইভেন্টেরই ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশের ব্রোঞ্জ জয়, রিকার্ভ এককে প্রথম রুমান সানা

বাংলাদেশের ব্রোঞ্জ জয়, রিকার্ভ এককে প্রথম রুমান সানা

পাকিস্তানকে বিপাকে ফেলতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে ভারত

পাকিস্তানকে বিপাকে ফেলতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে ভারত