আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন নারী আরচাররা।
মঙ্গলবার গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে নারীদের কম্পাউন্ড দলগত ফাইনালে ভারতকে ২৩০-২২৫ এ হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বনিক ও শ্যামলী রায়।
তবে পুরুষদের ইভেন্টে আশাহত করেছে বাংলাদেশ। ব্রোঞ্জ জিতেছে তারা।
এছাড়া কম্পাউন্ড মিশ্র ইভেন্টে স্বর্ণ গেছে জার্মান দলের ঝুলিতে। এছাড়া দলগত ইভেন্ট ছাড়াও বেশ কয়েকটি ব্যক্তিগত ইভেন্টেরও পদক নিষ্পত্তি হয়েছে আজ। কম্পাউন্ড পুরুষ এককে স্বর্ণ জিতেছে চাইনিজ তাইপে। আর নারী এককের সোনা গেছে ভারতের পকেটে।
: