পাকিস্তান ইস্যুতে সৌরভের ভূমিকায় মিয়াঁদাদের সন্দেহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
পাকিস্তান ইস্যুতে সৌরভের ভূমিকায় মিয়াঁদাদের সন্দেহ

পাকিস্তান ইস্যুতে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় পাাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ সন্দেহ প্রকাশ করেছেন। এ বিষয়ে নাক গলানোর পেছেনে সৌরভ ব্যাক্তিগত উদ্দেশ্য হাসিল করতে চান বলেও মন্তব্য করেছেন মিয়াঁদাদ।

পাক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন ‘‘নির্বাচনে নেমে মুখ্যমন্ত্রী হতে চায় সৌরভ। সেকারণেই চড়া সুরে এসব বলে জণগণের মনে আকর্ষণ তৈরি করতে চাইছে।’’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ভারতীয় বোর্ডের মতো নির্বোধ নয়। আইসিসি’র সংবিধানে মতে, সদস্য দেশের বিশ্বকাপ খেলার অধিকার আছে। অন্য দেশের ক্রিকেট বোর্ড সেখানে হস্তক্ষেপ করতে পারে না।’

পুলওয়ামায় ভারতীয় সেনার উপর জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দায় ফেটে পড়েছে সব মহল। পাক মদদপুষ্ট জঙ্গিদের নিশানায় প্রাণ গিয়েছে ভারতের ৪০ জওয়ানের। এই হামলার প্রতিবাদ করা থেকে বিরত থাকেননি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর প্রতিক্রিয়ায় মহারাজ বলেন, ‘শুধু ক্রিকেট নয়। সব ধরনের খেলাতেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন করা উচিত।’

সৌরভের এ মন্তব্যের পরই জাভেদ মিয়াঁদাদ তাকে কাড় জাবাব দিলেন।

এদিকে, আসন্ন আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতে যে ম্যাচ রয়েছে তা বয়কটের অনুরোধ জানান ক্রিকেটার, সাধারণ জনগণসহ অনেকে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ভারত অংশগ্রহণ করবে কি না তার সিদ্ধান্ত এখনো নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার বিসিবিআইয়ের এক জরুরী সভাতে এ বিষয়ে কোন সিদ্ধান্ত পৌঁছতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ। তাই ভারত সরকার যে সিদ্ধান্ত দিবে, সেটা অনুযায়ীই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভারত

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভারত

পাকিস্তানকে বিপাকে ফেলতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে ভারত

পাকিস্তানকে বিপাকে ফেলতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে ভারত

শুটিং বিশ্বকাপে দুই পাকিস্তানি শুটারকে ভিসা দেয়নি ভারত

শুটিং বিশ্বকাপে দুই পাকিস্তানি শুটারকে ভিসা দেয়নি ভারত

ফের সরাসরি সম্প্রচারে পিএসএল

ফের সরাসরি সম্প্রচারে পিএসএল