‘আলহাজ এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ এর প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে টাঙ্গাইল ফুটবল একাডেমি।শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে ৩-০ গোলে নাভানা সিএনজি ফিলিং স্টেশনকে হারায় তারা।
মাঠ নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে টাঙ্গাইল ফুটবল একাডেমির খেলোয়াড়রা। প্রথমার্ধে শিহাবের গোলে ১-০ তে এগিয়ে যায় তারা।দ্বিতীয়ার্ধে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের জালে বল পৌঁছে দিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে নেন সৌরভ। ২ গোল হজম করে ছন্দ হারায় নাভানা ফিলিং স্টেশন।
খেলার শেষের দিকে শিহাবের ব্যক্তিগত দ্বিতীয় গোলে ৩-০ তে এগিয়ে যায় টাঙ্গাইল ফুটবল একাডেমি। শেষ বাঁশি বাজার আগে আর কোন গল হয়নি। ফলে ৩-০ গোলের জয় নিয়ে টাঙ্গাইল ফুটবল একাডেমি। আর এ জয়ে তারা পৌছে যায় ফাইনালে।
টুর্নামেন্টে নাভানা সিএনজি ফিলিং স্টেশন ভালো খেললেও সেমি ফাইনাইলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।
এর আগে বিকেলে প্রথম সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও টুর্নামেন্টের আয়োজক গোসাই জোয়াইর আদর্শ যুবসংঘের সভাপতি এস এম শোয়েব হোসেন নোবেল।
দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল শিল্পের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ এস এম নজরুল ইসলামের স্মরণে গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘আলহাজ এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮’।