চকবাজার ট্রাজিডিতে উদ্ধারকারীদের প্রতি মাশরাফির কৃতজ্ঞতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯
চকবাজার ট্রাজিডিতে উদ্ধারকারীদের প্রতি মাশরাফির কৃতজ্ঞতা

রাজধানীর চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া ফায়ার সার্ভিসসহ উদ্ধার কাজে নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৭০ জন নিহত হন । অগ্নি নির্বাপক বাহিনীর ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করেন। পাশাপাশি স্থানীয় লোকজনও উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

এঘটনায় বৃহস্পতিবার রাতে মাশরাফি তার ফেসবুক পাতায় শোক প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন, ‌‘‘চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। হতাহতদের জন্য প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জানি, তাদের পরিবারের জন্য কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। আল্লাহ তাদের এই শোক সইবার শক্তি দিন।’’

তিনি ফায়ার সার্ভিসসহ উদ্ধার কাজে নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, ‘‘ফায়ার সার্ভিস ও অন্য যারা জীবন বাজি রেখে উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, তারা অবশ্যই ধন্যবাদের আশায় কিছু করেননি, তবু তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’’

এর আগে রুবেল হোসেন, তামিম ইকবাল, মুমিনুল হক, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমানরা তাদের নিজ নিজ ফেসবুক পাতায় এ ঘটনার শোক প্রকাশ করেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্রিকেটারদের শোক

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্রিকেটারদের শোক

অগ্নিদগ্ধদের জন্য রক্ত দেয়ার আহ্বান রুবেল হোসেনের

অগ্নিদগ্ধদের জন্য রক্ত দেয়ার আহ্বান রুবেল হোসেনের

গেইলকে উপহার দিলেন মাশরাফি

গেইলকে উপহার দিলেন মাশরাফি

দেশে ফিরছেন মাশরাফিরা

দেশে ফিরছেন মাশরাফিরা