রাজধানীর চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রায় ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধদের ঢামেকসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের জন্য রক্ত প্রয়োজন। আহতদের জন্য রক্ত দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।
তাই তিনি সবাইকে আহতদের পাশে দাঁড়াতে বললেন। এছাড়া প্রয়োজন অনুযায়ী রক্ত দান করার জন্য আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি তার ফেসবুক পাতায় এ বিষয়ে একটি পোস্ট করেন।
সেখানে তিনি লিখেন, ‘‘এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চক বাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগতেসে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’’
রুবেল তার নিজের ফেসবুক পাতায় পোস্ট দেওয়ার পর একই আহ্বান জানিয়ে পোস্ট করে তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।
উল্লেখ্য, পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নি নির্বাপক বাহিনীর ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করেন।