ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন। সেটা বার বার বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ইনজুরির কারণে কয়েক সপ্তাহ ধরে মাঠ থেকে ছিটকে গেছেন তিনি।
তবে তিনি ইনজুরিকেও হার মানিয়েছেন। দুঃসময়ে চেষ্টা করছেন নিজেকে সামলে নেওয়ার। শনিবার নিজের ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করে নেইমার লিখেন, “জীবন লড়াকুদের জন্য, তাই কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না।”
এ বছরের জানুয়ারিতে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান ২৬ বছর বয়সী নেইমার। সেরে উঠতে ১০ সপ্তাহ মতো সময় লাগবে বলে জানায় তার ক্লাব পিএসজি।
এতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই লেগসহ কমপক্ষে ১৪টি ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে পারছেন না নেইমার। অবশ্য দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে শেষ আটের পথে এগিয়ে গেছে টমাস টুখেলের দল।