১৪ ফেব্রুয়ারি যদি বিশ্ব ভালোবাসা দিবস হয়, তাহলে ১৫ ফেব্রুয়ারি কি? সেটা ভেবেই হয়তো ১৫ ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) 'সিঙ্গলস ডে' ঘোষণা করেছে।
যদি আইসিসি এটি মজা করেই করেছে । এটি কোন অফিসিয়াল ঘোষণা নয়। আইসিসি তাদের টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে একটি টুইট করেছে।
টুইটে আইসিসি দুই ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি সিঙ্গল রান নিচ্ছেন- এমন একটি ছবি পোস্ট করে। সেখানে লিখা, 'হ্যাপি সিঙ্গলস অ্যাওয়ারনেস ডে!' মূলত ক্রিকেটে সিঙ্গলস বলতে দৌঁড়ে ১ রান নেওয়াকে বোঝায়।
তবে বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেকে ক্রিকেটার তাদের প্রিয় জনকে নিয়ে সুন্দর সময় কাটিয়েছেন। বিশেষ করে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও আনুশকা। তারা এদিন টুইটারে তাদের রোমান্টিক মুহূর্তের ছবিও আপলোড করেন।
এছাড়া বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান তার স্ত্রী ও কন্যার প্রতি ভালোবাসা প্রকাশ করেন ফেসবুকে। তবে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাওয়ার কারণে স্ত্রীকে অনেক মিস করছেন বলে জানান পেসার রুবেল হোসাইন।