মেসির সেই ক্ষুদে ভক্তকে খুঁজছে তালেবান (ভিডিও)

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
মেসির সেই ক্ষুদে ভক্তকে খুঁজছে তালেবান (ভিডিও)

২০১৬ সালে মাসের আফগানিস্তানের মুর্তজা আহমেদি নামে এক শিশুর ছবি ভাইরাল হয়ে যায়। সেই ছবি দেখে মেসি নিজেও অবাক হয়ে যান। তাই কাতারে ফুটবল ক্লাব বার্সেলোনার ম্যাচে উড়িয়ে নিয়ে আনা হয় সেই শিশুকে। কিন্তু সেই শিশুকে তালেবান খুঁজছে বলে মার্কিন সংবাদসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে হয়েছে।

সে সময় মেসি ওই শিশুর সাথে দেখা করার পর তার সাথে ছবি তুলেন এবং মেসির সাক্ষর করা দুটি জার্সিও দেওয়া হয়। এরপরই বাধে বিপত্তি। আফগানিস্তে মুর্তজা ফিরে আসার পর তালেবানরা তাকে হন্যে হয়ে খুঁজছেন। শুধু তাই নয় আফগানিস্তানের গজনি প্রদেশের জাঘোরিতে মুর্তজা তার পরিবারের সাথে লুকিয়ে আছে বলে এমন ধারণা করছে তালেবান।

mess

মুর্তজার মা‌'র দাবি, তালেবানদের ধারণা মেসির সাথে দেখা হওয়ার পর মুর্তজকে মেসি অনেকে অর্থ দান করেছে। তাই তালেবানরা তার কাছ থেকে ওই অর্থ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে খুঁজছে। তবে মুর্তজকে মেসি কোন আর্থিক সাহায্য করার খবর পাওয়া যায়নি।

সিএনএনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, তালেবানদের ভয়ে মুতর্জার মা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। তাছাড়া মুর্তজার বাবা বাধ্য হয়েই পরিবার থেকে দূরে আছেন।

মুর্তজা বলে, ‘‘আমাদের এখানে ফুটবল খেলা নিষিদ্ধ করেছে তালেবানরা। কিন্তু আমি মেসির মতো ফুটবলার হতে চাই। আমি যখন ফিরে আসি ওইবার শেষবার আমি আমার বাবাকে দেখেছি। এরপর সে চলে যায়। আমি তাকে আর দেখেনি।’’

মুর্তজার মা বলেন, ‌‌‘‘এটাই ভালো হতো যদি সে না আলোচিত হতো। এখানে এবং কাবুলেও আমাদের জীবন ঝুঁকিতে রয়েছে।
তালেবানদের ভয়ে মুর্তজা এখন ঘর থেকেও বের হতে পারে না।’’



শেয়ার করুন :


আরও পড়ুন

হাইভোল্টেজ ম্যাচ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো বার্সা-রিয়ালের

হাইভোল্টেজ ম্যাচ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো বার্সা-রিয়ালের

মেসিদের জার্সিতে চীনা ভাষায় নাম

মেসিদের জার্সিতে চীনা ভাষায় নাম

মেসির জোড়া গোলেও জয়হীন বার্সা

মেসির জোড়া গোলেও জয়হীন বার্সা

মেসি কতটা মহান তা প্রমাণ করেছে

মেসি কতটা মহান তা প্রমাণ করেছে