আমার পুরো জগতটাই দু’জন ভালোবাসার মানুষ দিয়ে ঘেরা : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
আমার পুরো জগতটাই দু’জন ভালোবাসার মানুষ দিয়ে ঘেরা : সাকিব

ছবি : সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে নেয়া

২০১২ সালে ১২ মাসের (ডিসেম্বর) ১২তম দিনে (১২-১২-২০১২) যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন টাইগার দলের বর্তমান ওয়ানডে ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তাদের ৬ বছরের দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উপহার একমাত্র কন্যা আলাইনা।

আজ (১৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার) বিশ্ব ভালোবাসা দিবস। এ দিবসটি উপলক্ষে সাকিব তার ভেরিফায়েট ফেবকুব পেইজে স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তার ভালোবাসার কথা জানিয়েছেন। জানিয়েছেন ভালোবাসার শুভেচ্ছা।

সাকিব তার স্ট্যাটাসে লেখেন, ‘আমার এবং শিশিরের দাম্পত্য জীবনের প্রায় ছয় বছর পার হতে চললো, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের জীবনে এসেছে ফুটফুটে এক সন্তান, আলাইনা। আমার পুরো জগতটাই এখন এ দু’জন ভালোবাসার মানুষ দিয়ে ঘেরা।’

তিনি আরও বলেন, ‘তাদের ছাড়া জীবনটা কল্পনাই করতে পারি না আমি। তোমাদের দু’জনকেই আমি প্রচণ্ড ভালোবাসি। আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় এই দু’জন মানুষকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে হাতের আঙুলে ব্যথা পাওয়ায় চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। ফলে তাকে ছাড়াই নিউজিল্যান্ডে খেলছে মাশরাফির ওয়ানডে দল। এদিকে সাকিব ওয়ানডে সিরিজ না খেললেও টেস্ট সিরিজে দলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব না থাকা বড় ধাক্কা : রোডস

সাকিব না থাকা বড় ধাক্কা : রোডস

বিপিএলে টুর্নামেন্ট সেরা সাকিব

বিপিএলে টুর্নামেন্ট সেরা সাকিব

সাকিব ভক্তদের ভালোবাসায় আবেগে-আপ্লুত শিশির

সাকিব ভক্তদের ভালোবাসায় আবেগে-আপ্লুত শিশির

সাকিবের ‘ভুয়া খবরে’ চটেছেন শিশির

সাকিবের ‘ভুয়া খবরে’ চটেছেন শিশির