রাশিয়ার ১১ অ্যাথলিটকে আজীবন নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। অপরাধ, ২০১৪ সালের সোচি শীতকালীন অলিম্পিকে তারা ডোপ গ্রহণ করেছেন।
যাদের মধ্যে অন্যতম রৌপ্যজয়ী লুগার্স তাতিয়ানা ইভানোভা ও আলবার্ট দেমচেঙ্কো। অন্যরা ববস্লেডারস, স্পিড স্কেটার ও হকি খেলোয়াড়।
এ মাসের শুরুর দিকে পুরো রাশিয়া দলকে ২০১৮ সালের পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ করে আইওসি।
এবার ২০১৬ সালের ম্যাক্লারেন রিপোর্টের ভিত্তিতে খেলোয়াড়দের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে শুরু করল বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ সংস্থাটি।