বিপিএলের ফাইনালে তামিম ইকবাল খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। তাই সৌজন্য উপহার হিসেবে তাকে দেওয়া হলো ১০ লাখ টাকার ঘড়ি।
ব্যবসায়িক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের মালিক ও মোহামেডান ক্লাবের সর্বশেষ গভর্নিং বডির চেয়ারম্যান সালমান ওবায়দুল করিম তামিম কে ১০ লাখ টাকার এ ঘড়ি উপহার দেন। তামিমকে দেওয়া ওই ঘড়ি 'পাতেক ফিলিপে জেনেভ' ব্রান্ডের। যেটির দাম বাংলাদেশি মুদ্রায় ন্যূনতম ১০ লাখ টাকা।
মূল্যবান এই ঘড়িটি পাওয়ার পর তামিম 'ইনস্টাগ্রাম' একটি ছবি আপলোড করেন এবং ওরিয়ন গ্রুপের মালিককে ধন্যবাদ জানান। তিনি 'ইনস্টাগ্রাম' লিখেন, ‘‘ আমি যখন একটি চিন্তাশীল চিঠি পাই, তখন আমার হৃদয়কে স্পর্শ করে। কিন্তু এর পরে ছিল পুরোপুরি অবাক করার মতো। ধন্যবাদ সালমান ভাই।’’
বর্তমানে তামিম নিউজিল্যান্ডে বিপক্ষে সিরিজ খেলতে নেপিয়ারে রয়েছেন। সোমবার বাংলাদেশ সময় ভোরে টাইগাররা নেপিয়ারে পৌঁছান। ১৩ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশে সময় সকাল ৭টায় নেপিয়ারে ম্যাকলেন পার্ক মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
দুই দফা নিউজিল্যান্ডে বাংলাদেশের ক্রিকেটার পৌঁছায়। তবে বিপিএলে কারণে তামিমসহ চার ক্রিকেটারকে তৃতীয় দফায় নিউজিল্যান্ড যেতে হয়।
বিপিএলের ফাইনালে তামিম ৬১ বলে ১৪১ রান করে অপরাজিত ছিলেন। তামিমের দুর্দান্ত এই ইনিংসের কারণেই তার দল কুমিল্লা বিপিএলের চ্যাম্পিয়ন হয়।