জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইসিসি সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইসিসি সভাপতি

ছবি: আব্দুল কাইয়ূম

সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ১১টার দিকে শহীদ বেদিদে ফুল দিয়ে সম্মান জানান তিনি।

এসময় শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন শশাঙ্ক। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সাক্ষর করেন তিনি। তার সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন আইসিসি সভাপতি।

icc

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। একইদিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভ্রমণ করবেন আইসিসি প্রেসিডেন্ট। সেদিন সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন তিনি।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশে পা রেখেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। শশাঙ্ক মনোহর কবে দেশে ফিরবেন সে ব্যাপারে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, শনিবার বাংলাদেশ ছেড়ে যাবেন তিনি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের ফাইনাল দেখতে আসছেন আইসিসি চেয়ারম্যান

বিপিএলের ফাইনাল দেখতে আসছেন আইসিসি চেয়ারম্যান

আইসিসি‌'র নয়া নির্বাহী মানু সোহনি

আইসিসি‌'র নয়া নির্বাহী মানু সোহনি

নিউজিল্যান্ড পৌঁছেছেন মুশফিক-মোস্তাফিজরা

নিউজিল্যান্ড পৌঁছেছেন মুশফিক-মোস্তাফিজরা

নিউজিল্যান্ড সফরে টাইগারদের সূচি

নিউজিল্যান্ড সফরে টাইগারদের সূচি