সংসদে মাশরাফির ছবি ভাইরাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
সংসদে মাশরাফির ছবি ভাইরাল

ছবি: সংসদ টিভি

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সংসদ অধিবেশনে যোগ দেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) অধিবেশনের চতুর্থ দিন বিকেলে সাড়ে ৪টায় অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর সংসদে আসেন। সংসদে বসে আছেন মাশরাফি, এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

গত ৩০ জানুয়ারি থেকে একাদশ সংসদ অধিবেশনের যাত্রা শুরু হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা থাকায় ওই দিন এবং গতকাল পর্যন্ত অধিবেশনে উপস্থিত হননি বাংলাদেশ অধিনায়ক।

mash-2

স্যুট-কোর্ট পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদে আসেন মাশরাফি। এসেই ট্রেজারে বেঞ্চের অর্থাৎ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনের ৭নং সারিতে নিজের আসনে বসেন মাশরাফি।

বাংলাদেশ দলের অধিনায়ক বসার সঙ্গে সঙ্গে তার আশপাশের সংসদ সদস্যদের মধ্যে এক ধরনের কৌতুহল দেখা যায়। অনেককেই তার সঙ্গে কথা বলতে দেখা যায়। সংসদের কর্মকর্তাদের মাশরাফির কাছে গিয়ে কথা বলতে থাকনে। একে একে অন্যান্য সংসদ সদস্যরাও কথা তার সঙ্গে কথা বলেন।

mash

মাশরাফি যখন সংসদ কক্ষে প্রবেশ করেন তখন মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল। তখন আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

প্রসঙ্গত, নড়াইল-২ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করেন মাশরাফি। নির্বাচনে তিনি ৩৪ গুণ বেশি ভোট পেয়ে জয়ী হন। নির্বচনে ১৪০টি কেন্দ্রে মাশরাফি পান ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পান ৭ হাজার ৮৮৩ ভোট।



শেয়ার করুন :


আরও পড়ুন

সংসদে যাবেন মাশরাফি

সংসদে যাবেন মাশরাফি

বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাশরাফি

বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাশরাফি

হারের কারণ জানালেন মাশরাফি

হারের কারণ জানালেন মাশরাফি

মাশরাফির পক্ষে হিরো আলম

মাশরাফির পক্ষে হিরো আলম

বাংলাদেশে হবে আইপিএলের ম্যাচ!

বাংলাদেশে হবে আইপিএলের ম্যাচ!

ফাইনালসহ বিপিএলের টিকিট পাবেন যেভাবে

ফাইনালসহ বিপিএলের টিকিট পাবেন যেভাবে

হেরেও সন্তুষ্ট মুশফিক!

হেরেও সন্তুষ্ট মুশফিক!

৮ টাইগার নিউজিল্যান্ড যাচ্ছেন বুধবার

৮ টাইগার নিউজিল্যান্ড যাচ্ছেন বুধবার