বিপিএলের কারণে লম্বা ব্যস্ততার কারণে হয়তো পরিবারের সময় দিতে পারেন নি বাংলাদেশের উইকেট কিপারব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে সোমবার টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে সোজা বাসায়, তারপর সন্তানের সাথে ছবি তুলে ফেসবুক পাতায় দিলেন তিনি। দোয়াও চাইলেন ছেলের জন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারায় গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইটস। চিটাগংকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত করে ঢাকা। অপরদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মুশফিকের চিটাগং।
তাই চিটাগংয়ের সকল খেলোয়াড়রা বাসায় ফিরে যাওয়ার সুযোগ পান। বাসাই ফিরে গিয়ে মুশফিক তার ছেলে মায়ানের সাথে ছবি তুলে সেটা ফেসবুক পাতায় প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, '' আলহামদুলিল্লাহ। আমার ছেলে আজ পরিণত। সবাই আমার মায়ানের জন্য দোয়া করবেন যেন সে ভালো মানুষ ও নিবেদিত মুসলিম হতে পারে।''
তবে বিপিএল শেষ হলেও মুশফিকদের চলে যেতে হবে নিউজিল্যান্ড। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু আমরা দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম, যা আমাদের জেতা উচিত ছিলো। কারণ নেলসনে যে ওয়ানডে বা ক্রাইস্টচার্চে যেটা ছিলো, আমরা যদি আরো একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো। আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সে দিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’