এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল নিয়ে মাঠেই সীমাবদ্ধ থাকছে না। মাঠের বাইরেও খেলোয়াড়দের সাথে নিয়ে মহৎ কাজও ছড়িয়ে দিচ্ছেন।
সম্প্রতি জার্সিতে মায়েদের নাম লিখে মাঠে নেমেছিল মিরাজের রাজশাহী কিংসের খেলোয়াড়রা। ব্যতিক্রমধর্মী এ কার্যক্রমের কারণে ক্রিকেট ফ্যানদের কাছে প্রশংসিত ও জনপ্রিয় হয়ে উঠে দলটি। শুধু তাই নয়, কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগা সাবেক ক্রিকেটার ও কোচ আমিরুজ্জামানের (আমির বাবু) পাশেও দাঁড়ায় দলটি। অসুস্থ ওই সাবেক ক্রিকেটার ও কোচের চিকিৎসার জন্য দলটি দুই লাখ টাকার চেক তুলে দেয়।
মাশরাফির রংপুর রাইডার্স এরই ধারাবাহিকতায় উদ্যেগ নিয়েছে ব্যাতিক্রমধর্মী একটি কাজের। বাংলাদেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে চায় দলটি। তাই তারা ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্য করতে রেইজিং ক্রিকেট টুর্নামেন্ট এবং ওয়াকাথন আয়োজন করছে। আগামী ১ ফেব্রুয়ারি গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য অর্থ তহবিল গড়তে উপস্থিত থাকবেন রংপুরের সব খেলোয়াড়।
এ জন্য, দলটির ফেসবুক পাতায় একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে মাশরাফি, ক্রিসক্রসসহ বেশ কয়েকজন খেলোয়াড় কথা বলেন। সকলকে ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।