গত শনিবার চট্টগ্রামের মাটিতে স্বাগতিক ভাইকিংসদের উড়িয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল রাজশাহী কিংস। এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন 'কাটার মাস্টার' মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজের জাদুতেই বেশ কয়েকটি ম্যাচ জিতেছে রাজশাহী। শনিবারের ওই ম্যাচ জয়ের পর তাদের আনন্দ উল্লাসের একটি ভিডিও কে বার কারা ছড়িয়ে দিয়েছে ইন্টারনেটে। যা নিয়ে যারপরনাই বিরক্ত কিংস অধিনায়ক।
ঘটনাটি হলো, জয়ের জন্য শেষ ওভারে স্বাগতিকদের দরকার ছিল ১৩ রান। অধিনায়ক মিরাজ ১৮তম ওভারে মোস্তাফিজকে এনেছিলেন। ওই ওভারে মাত্র ৬ রান এবং ১ উইকেট তুলে কিংসদের জয়ের বন্দরে পৌঁছে দেন মুস্তাফিজ। এই আনন্দে অধিনায়ক মিরাজ ভাবলেন, মুস্তাফিজকে একটা নাচ উপহার দেওয়া যাক...। যা ভাবা সেই কাজ। হোটেল রুমে বিছানায় শুয়ে থাকা মোস্তাফিজের সামনে গানের তালে তালে উদ্দাম নাচ শুরু করেন এই অল-রাউন্ডার।
আজকাল হাতে হাতে যেহেতু স্মার্টফোন আছে, তাই মিরাজের সেই নাচের ভিডিওটাই কেউ করে রাখেন গোপনে। দ্রুতই কয়েক সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ চলে যায় সোশ্যাল সাইটে এবং হয়ে যায় ভাইরাল। কিন্তু এতে খুশি নন রাজশাহী অধিনায়ক। যে বোলার এভাবে দলকে জিতিয়ে দিচ্ছেন অধিনায়ক তাকে একটু নাচ দেখিয়ে খুশি করতে চেয়েছিলেন; কিন্তু একেবারেই সতীর্থ বা বন্ধুমহলের ঘটনা পাবলিকলি প্রকাশ করতে আগ্রহী নন তিনি।
আজ গণমাধ্যমের সামনে প্রশ্নটা উঠতেই ক্ষোভ প্রকাশ করে মিরাজ বলেন, 'আমি তো সবাইকে দেখাতে নাচিনি....। মোস্তাফিজের সঙ্গে মজা করছিলাম। আর অমনি এটা ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে। বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি।'
মিরাজের নাচের ভিডিও: