ব্যক্তিগত বিমানে নিখোঁজ হওয়া স্ট্রাইকার এমিলিয়ানো সালার সন্ধানে রাষ্ট্রীয় অনুসন্ধান বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে কাউকে আর জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। তবে এবার ফুটবলার এমিলিয়ানো সালার খোঁজে পরিবারের সদস্যরাই উদ্যোগ নিয়েছে।
গত সপ্তাহে কার্ডিফ সিটি ফুটবলের সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তিতে সই করেছিলেন আর্জেন্টিনার এই ফুটবলার। ব্যক্তিগত ছোট বিমান যোগে সেখানে পৌঁছান তিনি। চুক্তি সেরে নিজের ভাড়া করা বিমানে ফেরার পথে ইংলিশ চ্যানেলের উপর দিয়ে যাওয়ার সময়ই হারিয়ে যায় সেই বিমান।
বিমানটিতে চালক ও এমিলিয়ানোই ছিলেন। কিন্তু সমুদ্রে টানা তিনদিন তদন্ত চালিয়েও কিছু খুঁজে পাওয়া যায়নি।এরপরই সার্চ অপারেশন বন্ধের কথা জানিয়ে দেয়া হয়। তবে তাতে মন মানেনি তার পরিবারের। জানা গেছে, বেসরকারি একটির সংস্থার সাহায্য নিয়ে নতুন করে সার্চ-অপারেশন শুরু করেছে এমিলিয়ানোর পরিবার।
তার পারিবারিক এক বন্ধু এএফপিকে জানিয়েছেন, ‘শুক্রবার এই সার্চ-অপারেশনের জন্য টাকা তোলার কাজ শুরু করে ওর আত্মীয়-বন্ধুরা। এক সংস্থার মাধ্যমেই এই ব্যবস্থা করা হয়েছে। শনিবার সকাল থেকে ব্যাক্তিগত উদ্যোগে খোঁজ শুরু হয়। দুটো বোট এই তদন্তকে নেতৃত্ব দিচ্ছে।’
এখন পর্যন্ত প্রায় দু’হাজার মানুষ এই ডাকে এগিয়ে এসেছেন। এমনকি ইতোমধ্যে ১ লাখ ৯০ হাজার ইউরো সংগ্রহ হয়েছে।
উল্লেখ্য, নিখোঁজ হওয়া স্ট্রাইকার এমিলিয়ানো সালার খোঁজ অব্যাহত রাখার জন্য তদন্তকারীদের প্রতি আবেদন জানিয়েছিলেন আর্জেন্টিনার বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। উদ্ধার অভিযান বন্ধ ঘোষণার পর পুলিশ কর্মকর্তাদের প্রতি গত শুক্রবার তিনি এ আবেদন রাখেন।