জার্সিতে মায়েদের নাম লিখে মাঠে নেমেছিল রাজশাহী কিংসের খেলোয়াড়রা। বোদহয় মায়েদের আর্শিবাদেই ঘুরে দাঁড়িয়েছে মিরাজরা। এসব ব্যতিক্রমধর্মী কার্যক্রমের কারণে ক্রিকেট ফ্যানদের কাছে জনপ্রিয় হয়ে হওয়া রাজশাহী শুধু মাঠের মাধেই তাদের কার্যক্রম অব্যহত রাখেনি। এবার অসুস্থ এক সাবেক ক্রিকেটার পাশে দাঁড়ালো রাজশাহী কিংস।
অসুস্থ সাবেক ক্রিকেটার ও কোচ আমিরুজ্জামান (আমির বাবু) কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এনিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। যা চোখে পড়েছে রাজশাহী কিংস টিম ম্যানেজমেন্ট, অফিসিয়াল ও খেলোয়াড়দের। তারই পথ ধরে এবার রাজশাহী কিংস ম্যানেজমেন্ট আমিরুজ্জামানের পাশে এসে দাঁড়াল।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের সঙ্গে ম্যাচ শুরুর আগে আমিরুজ্জামানের পারিবারিক বন্ধু শফিকুল ইসলামের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন রাজশাহী কিংসের প্রধান পরিচালন কর্মকর্তা শামসুর রহমান।
বাংলাদেশের ক্রিকেট এখন যেখানে এসেছে তার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। আমিরুজ্জামান সেরকমই একজন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছেন, পরে মাদারীপুর ক্রিকেট ক্লিনিক থেকে তার হাত ধরে উঠে এসেছেন অনেক ক্রিকেটার। এই মানুষটির দুঃসময়ে রাজশাহী কিংস পরিবার পাশে দাঁড়াল।
আমিরুজ্জামানের চিকিৎসার জন্য বাকি যে অর্থ প্রয়োজন, সেটিও সংগ্রহ করতে কাজ করবে রাজশাহী কিংস।