৪২তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় সেরা পুরুষ অ্যাথলিট হয়েছেন বিকেএসপির শেরপুরের সন্তান জহির রায়হান। তিনি একটি জাতীয় রেকর্ডসহ জিতেছেন ২টি স্বর্ণ পদক। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জহিরকে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির।
২০১৭ সালে যুব বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের হয়ে চমক দেখান জহির। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত ওই যুব বিশ্ব অ্যাথলেটিকের আসরের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র এই দ্রুত মানব।
এবারের ৪২ তম জাতীয় অ্যাথলেটিকসে জহির ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ডসহ জিতেন ৪০০ মিটার দৌড়ের স্বর্ণ। এর আাগে ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ৪৭.৫৫ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করেছিলেন মিলজার হোসেন। তারপর গত ৩২ বছর এর চেয়ে ভালো টাইমিং করতে পারেননি বাংলাদেশের কোনো অ্যাথলেট। একমাত্র জহিরই এই রেকর্ড ভাঙেন।
অপরদিকে সেরা নারী অ্যাথলিট বাংলাদেশ সেনাবাহিনীর সুমী আক্তার। তিনি পেয়েছেন চারটি স্বর্ণ পদক।
এবার ৩৬টি ডিসিপ্লিনে ১৬টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ পদকসহ মোট ৪৬টি পদক পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৫টি স্বর্ণ, ২১ টি রৌপ্য এবং ০৯ টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে রানার্স আপ বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ জেল ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক নিয়ে তৃতীয়।
৩৬টি ডিসিপ্লিনে ৪৯টি দলের ৪২২ জন অ্যাথলেট নিয়েছেন এবারের জাতীয় অ্যাথলেটিক্সে। পুরুষ অ্যাথলিট ছিল ৩১৯ আর নারী ১০৩ জন।
শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার, অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রকিবসহ অনেকেই।