ফের চমক দেখালেন শেরপুরের জহির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯
ফের চমক দেখালেন শেরপুরের জহির

৪২ তম জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে চমক দেখালেন শেরপুরের অ্যাথলেট জহির রায়হান। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৪২ তম জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে তিনি আরেক অ্যাথলেট মিলজার হোসেনের গড়া ৩২ বছরের রেকর্ড ভেঙেছেন।

২০১৭ সালে যুব বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের হয়ে চমক দেখান জহির। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত ওই যুব বিশ্ব অ্যাথলেটিকের আসরের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র এই দ্রুত মানব।

এবারের ৪২ তম জাতীয় অ্যাথলেটিকসে জহির ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ডসহ জিতেছেন ৪০০ মিটার দৌড়ের স্বর্ণ। এর আাগে ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ৪৭.৫৫ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করেছিলেন মিলজার হোসেন। তারপর গত ৩২ বছর এর চেয়ে ভালো টাইমিং করতে পারেননি বাংলাদেশের কোনো অ্যাথলেট। একমাত্র জহিরই এই রেকর্ড ভাঙলেন।

জহির রায়হান ‘আমি অনেক দিন ইনজুরিতে ছিলাম। গত সামারে ফিরে রেকর্ড করার কথা ভেবেছিলাম, কিন্তু হয়নি। এবার পারলাম অনেক দিনের পুরোনো রেকর্ড ভাঙতে। খুব ভালো লাগছে। আমি অনেক পরিশ্রম করেছি।’

তিনি আরো বলেন, ‘আমার এই সাফল্যের পেছনে আমার কোচও অনেক পরিশ্রম করেন। এখন আমরা লক্ষ্য সামনে এসএ গেমসে ভালো একটা টাইমিং করে যাতে দেশের জন্য সুনাম অর্জন করতে পারি’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির

২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির

দ্বিতীয় দিন শেষে অ্যাথলেটিকসে শীর্ষে ঢাকা

দ্বিতীয় দিন শেষে অ্যাথলেটিকসে শীর্ষে ঢাকা

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

শেরপুরে শুরু হয়েছে মিমোজা-বিয়ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

শেরপুরে শুরু হয়েছে মিমোজা-বিয়ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট