বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ভিলিয়ার্সকে নিয়ে তার স্ত্রী আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন।
গত বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে হেলিকপ্টারে সিলেটের উদ্দেশে রওনা দেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। পরে দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি যান টিম হোটেলে। গতকাল শনিবার রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছেন বিপিএলে নিজের প্রথম ম্যাচ।
সিলেটের বিপক্ষে এ দিন ভিলিয়ার্স ব্যাটিংয়ে খুব বেশি রান করতে না পারলেও ২৪ বলে গুরুত্বপূর্ণ ৩৩ রান করেন। পরে ৪ উইকেটে রংপুর জয় পায়।
কিন্তু এরই মধ্যে স্বামীকে মিস করতে শুরু করেছেন ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল ডি ভিলিয়ার্স। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমনটাই জানিয়েছেন ভিলিয়ার্স-পত্নী।
ভিলিয়ার্সের সঙ্গে একটি সেলফি পোস্ট করে ড্যানিয়েল ডি ভিলিয়ার্স লেখেন, ‘দুইদিন আগে আমার ব্যক্তি গেল। দীর্ঘদিন পর এটা তোমার প্রথমবারের মতো লম্বা ট্যুর। তুমি হয়তো ভাবতে পারো, আমি এটার সঙ্গে অভ্যস্ত। কিন্তু ছোট দুই বাচ্চাকে নিয়ে জীবনটা এখন অন্যরকম। প্রত্যেক সকালে তাদের প্রথম দুইটা শব্দ হচ্ছে, বাবা কোথায়? আমরা তিনজন ধীরে ধীরে আমাদের নতুন রুটিনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু তোমাকে পাগলের মতো মিস করছি। তুমি আমাদের জন্য যা করেছ, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। তুমি না ফেরা পর্যন্ত নির্ঘুম রাত গণনা করছি।’
'মি ৩৬০ ডিগ্রি' খ্যাত এবি ডি ভিলিয়ার্স দক্ষির আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৭৮টি টি-টোয়েন্টিতে মোট ১ হাজার ৬৭২ রান করেন। এর মধ্যে ১০টি অর্ধশত রয়েছে।