জাতীয় নারী হ্যান্ডবল ২৯তম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে তিনটি দল উত্তীর্ণ হয়েছে। ঢাকা, জামালপুর ও নওগাঁও পুলিশ হ্যান্ডবল ক্লাব দ্বিতীয় রাউন্ডে খেলবে।
শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনে ঢাকা, জামালপুর, নওগাঁ ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে। প্রথম রাউন্ডে নওগাঁ দিনাজপুরকে, পঞ্চগড় ফরিদপুরকে, ঢাকা নড়াইলকে, পুলিশ হ্যান্ডবল ক্লাব কুষ্টিয়াকে এবং বিজেএমসি জামালপুর জেলাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
প্রথম পর্বে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২ টি দল। পরে দ্বিতীয় পর্বে যোগ দেবে গতবারের চ্যাম্পিয়ন বিজেএমসি ও রানার্সআপ দল বাংলাদেশ আনসার।