ব্যাটমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী থানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯
ব্যাটমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী থানা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্যাসিফিক গেইমস ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনালে মেরিন জ্যাক ক্লাবকে হারিয়ে ঝিনাইগাতী থানা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা পরিষদের সহযোগিতায় সেচ্ছাসেবী সংগঠন দি-প্যাসিফিক ক্লাবের আয়োজনে বোববার রাতে ঝিনাইগাতী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, ওসি (তদন্ত) আব্দুল কাদের, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, ছাত্রলীগের সভাপতি মো. মশিউর রহমান, আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল প্রমুুখ।

আজ সোমবার বিকেলে স্থানীয় ঝিনাইগাতী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার শীর্তাতদের কম্বল ও প্যাসিফিক গেইমসের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ শেষে প্যাসিফিক কনসার্টে অনুষ্ঠিত হবে। এতে আয়েশা মৌসুমী, মোল্লা বাবু, শামসেল হক চিশতির সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

অন্যদল সমর্থন করায় খাঁচাবন্দী (ভিডিও)

অন্যদল সমর্থন করায় খাঁচাবন্দী (ভিডিও)

ক্রীড়া সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

ক্রীড়া সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

ম্যারাডোনার করাতে হবে অস্ত্রোপচার

ম্যারাডোনার করাতে হবে অস্ত্রোপচার

একাধিক পদে বিকেএসপিতে চাকরির সুযোগ

একাধিক পদে বিকেএসপিতে চাকরির সুযোগ