মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভারতীয় সাবেক ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০২ পিএম, ১০ জানুয়ারি ২০১৯
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভারতীয় সাবেক ক্রিকেটার

ছবি: টুইটার

মোটারসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভারতের সাবেক ক্রিকেটার জেকব মার্টিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৷ আহত জেকবকে দেখতে হাসপাতালে গিয়ে ক্রিকেটার ইউসুফ পাঠান টুইটারে ছবি প্রকাশ করেন।

দেশের হয়ে ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জেকব মার্টিন ৷ ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ তিনি ২০০১ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেন।

জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ না খেললেও এরপর তিনি যোগ দেন প্রথম শ্রেণীর ক্রিকেটের কোচিংয়ে ৷ ইউসুফ-ইরফান পাঠানের মতো তারকা ক্রিকেটাররা তৈরি হয়েছেন মার্টিনের হাতেই ৷ তিনি বরোদার সাবেক কোচ হিসিবেও দায়িত্ব পালন করেন।

আহত জেকবকে হাসপাতালে দেখার পর ইউসুফ পাঠান টুইটারে টুইট করে বলেন “ দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি সাবেক ভারতীয় ক্রিকেটার তথা বরোদার সাবেক কোচ জেকব মার্টিন। জেকব ভাই, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।”


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতে নির্মাণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম

ভারতে নির্মাণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম

ক্রীড়া সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

ক্রীড়া সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

অসৎ পন্থায় পেনাল্টি আদায়, শাস্তি পাচ্ছেন না সালাহ

অসৎ পন্থায় পেনাল্টি আদায়, শাস্তি পাচ্ছেন না সালাহ

বাল্যকালীন কোচকে টেন্ডুলকারের শ্রদ্ধা

বাল্যকালীন কোচকে টেন্ডুলকারের শ্রদ্ধা